1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে পরস্ত্রীর ঘরে গভীর রাতে ইউপি সদস্য, আটকে বিয়ে দিল স্থানীয়রা মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ বদলে গেলো ছয় সরকারি মেডিক্যাল কলেজের নাম আশুলিয়ায় লাশ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ ওসি সায়েদ গ্রেপ্তার শেরপুরে ছাত্র আন্দোলনে মাহবুব হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় যেভাবে শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২য় ধাপে খাদ্যসামগ্রী বিতরণ শরণখোলায় খুলনা-বেনাপোল-যশোরগামী পরিবহন চালুর দাবিতে মানববন্ধন ১৪১৬ ইউপি চেয়ারম্যান পলাতক, বসছে প্রশাসক

নালিতাবাড়ীতে কৃষক লীগের উদ্যোগে কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে উপজেলার ৮০জন কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
কেন্দ্রীয় কৃষক লীগের উদ্যোগে ও কৃষক লীগ নালিতাবাড়ী শাখার আয়োজনে এবং সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর সহযোগিতায় বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান (শাকিক), জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, উপজেলা যুব লীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম, সাবেক ভিপি ও শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকন, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, হাফিজুর রহমান খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকলীগ সবসময় কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামি দিনেও কৃষকলীগ কৃষকের পাশে থেকে কাজ করে যাবে।
এদিন প্রত্যেক কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান ও এক প্যাকেট করে সাত প্রকারের মিশ্র সবজির বীজ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com