নালিতাবাড়ী (শেরপুর) : “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে উপজেলার ৮০জন কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
কেন্দ্রীয় কৃষক লীগের উদ্যোগে ও কৃষক লীগ নালিতাবাড়ী শাখার আয়োজনে এবং সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর সহযোগিতায় বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান (শাকিক), জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, উপজেলা যুব লীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম, সাবেক ভিপি ও শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকন, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, হাফিজুর রহমান খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকলীগ সবসময় কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামি দিনেও কৃষকলীগ কৃষকের পাশে থেকে কাজ করে যাবে।
এদিন প্রত্যেক কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান ও এক প্যাকেট করে সাত প্রকারের মিশ্র সবজির বীজ প্রদান করা হয়।